সারা বাংলা

অনুমোদনহীন পণ্য তৈরির দায়ে কারখানা সিলগালা

নরসিংদীতে অনুমোদনহীন ভোজ্য তৈল ও জর্দা তৈরির দায়ে রিচ ক্যামিকেল ইন্ডাস্ট্রিজ নামে একটি কারখানা সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।

একই সঙ্গে ওই কারখানাকে এক লাখ ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা শারমিন।

জেলা প্রশাসন সূত্র ও স্থানীয়রা জানান, নরসিংদী সদর উপজেলার সাহেপ্রতাবের হুগলিয়া গ্রামের একটি বাড়িতে রিচ ক্যামিকেল ইন্ডাস্ট্রিজ নামের প্রতিষ্ঠানটি অনুমোদনহীনভাবে সরিষার তৈল, ঘি, জর্দাসহ বিভিন্ন পণ্য উৎপাদন করে বাজারজাত করে আসছিল। খবর পেয়ে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত কারখানাটিতে অভিযান পরিচালনা করেন। এসময় কারখানাটি থেকে অনুমোদনহীন বিভিন্ন পণ্যের আলামত সংগ্রহ করা হয়।

পরে অনুমোদনহীন ভেজাল পণ্য উৎপাদনের দায়ে কারখানাটি সিলগালা করে দেয়া হয়। একই সঙ্গে এক লাখ ২৭ হাজার টাকা জরিমানা করা হয়।  

নরসিংদী/গাজী হানিফ মাহমুদ/নাসিম/বুলাকী