সারা বাংলা

কুমিল্লায় হত্যার দায়ে ৯ জনের মৃত্যুদণ্ড

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে কুপিয়ে হত্যার দায়ে নয় আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে চার জনকে  যাবজ্জীবন দেয়া হয়েছে।

সোমবার দুপুরে চট্টগ্রাম দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আব্দুল হালিম রায় ঘোষণা করেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর আইয়ুব খান জানান, ২০১৩ সালের ১ ডিসেম্বর দাউদকান্দি উপজেলার গৌরীপুরে ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় দায়ের মামলাটি ২০১৫ সালে কুমিল্লা আদালত থেকে চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। ট্রাইব্যুনালে এই মামলায় দীর্ঘ শুনানি ও ১৩ জনের সাক্ষ্য শেষে আদালত এই রায় ঘোষণা করলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- সজীব, রাজিব, হারুণ, শাওন, আমিন, রব, মমিন, আবু তাহের ও মো. মহসিন। আর যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- মতিন, শাহ পরান, শামীম ও খোকন মিয়া।

অপরাধ প্রমাণিত না হওয়ায় তিন জনকে বেকসুর খালাস দেয়া হয়েছে। খালাস পাওয়া আসামিরা হলেন- মোসলেম মিয়া, বেলাল হোসেন ও নয়ন মিয়া। চট্টগ্রাম/রেজাউল/বকুল