সারা বাংলা

বান্দরবানে ইউপি নির্বাচনে সহিংসতা, নিহত ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন পরিষদের নির্বাচনে সহিংসতা হয়েছে। এ সময় গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছে।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি আনোয়ার হোসেন সহিংসতা এবং নিহতের সত্যতা নিশ্চিত করেছেন। নিহতের নাম মংসিং দাই তংচঙ্গ্যা। আহতরা হলেন- অংচামং (৪০) ও ফিলে তংচংগ্যা (১৪)। অন্যজনের নাম জানা যায়নি।

আহতদের চিকিৎসার জন্য স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা ঘুমধুমের চাকবৈঠা এলাকার ফাত্রাঝিড়ি ২৬৮নং মৌজার বাসিন্দা।

ঘুমধুম ইউনিয়নের ৮নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী আহম্মদ আলীর (তালা মার্কা) বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ করেন প্রতিদ্বন্দ্বী বাবুল কান্তি চাকমার (ফুটবল মার্কা) সমর্থকেরা। এ সময় বাবুল কান্তি চাকমার সমর্থকেরা পাতরাঝিড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে জোর করে প্রবেশের চেষ্টা করে। তখন বিজিবির সদস্যরা গুলি চালায়। এ সময় হতাহত ঘটে।

 

বান্দরবান/এস বাসু দাশ/বকুল