সারা বাংলা

‘বাংলার মাটিতে বঙ্গবন্ধুর আদর্শের ছাত্রলীগ দেখতে চাই’

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, ‘আমরা বাংলার মাটিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের ছাত্রলীগকেই দেখতে চাই।’

মঙ্গলবার সন্ধ্যায় গাজীপুরের কালীগঞ্জ পৌর ছাত্রলীগ আয়োজিত জাতীয় বীর শহীদ ময়েজউদ্দিনের স্মরণসভায় উপজেলার দলীয় কার্যালয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবং শহীদ ময়েজউদ্দিন কন্যা মেহের আফরোজ চুমকি এসময় বলেন, ৫২, ৬৯, ৭১ আর স্বৈরাচার বিরোধী আন্দোলনের ছাত্রলীগকে দেখতে চাই আমরা। যারা হবে আগামীর বঙ্গবন্ধু।

চুমকি আরো বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর যখন দলকে নেতৃত্ব দেওয়ার মত কোন স্থান ছিলনা, তখন ময়েজউদ্দিন তার নিজ বাসায় বসে দিশেহারা দলকে নেতৃত্ব দিয়েছিলেন। শহীদ ময়েজউদ্দিন ছিলেন একজন সত্যিকারের দেশপ্রেমিক। তাকে হারিয়ে শুধু কালীগঞ্জ বা গাজীপুর নয়, পুরো দেশ হারিয়েছে একজন সত্যিকারের দেশপ্রেমিককে।

কালীগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি আলী-আল-রাফুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদমান সাকিব আলভীর পরিচালনায় এই স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন শাওন, সাধারণ সম্পাদক মো. জাহিদুল আলম রবিন। এছাড়া জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

কালীগঞ্জ, গাজীপুর/রফিক সরকার/বুলাকী