সারা বাংলা

ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর সাতক্ষীরার সড়ক উদ্বোধন

সাতক্ষীরায় শহরের বাইপাস সড়কের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

সাতক্ষীরা জেলা প্রশাসকের কনফারেন্স রুমে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লা, সাতক্ষীরা-৪ আসনের সংসদস সদস্য এস এম জগলুল হায়দার, জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল, জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উদ্বোধনের পর এলাকাবাসীর দীর্ঘ প্রতীক্ষিত বাইপাস সড়ক সাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। সড়ক ও জনপদ বিভাগ ১৮৩ কোটি টাকা ব্যয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ থেকে বিনেরপোতা বিসিক মোড় পর্যন্ত ১২ দশমিক ৩০ কিলোমিটার সড়কটির নির্মাণ করেছে। সাতক্ষীরা/শাহীন গোলদার/বকুল