সারা বাংলা

ভারতীয় নাগরিক আটক, পতাকা বৈঠকে হস্তান্তর

ফেনীর পরশুরামের দুবলারচর নামক এলাকা থেকে ভারতীয় নাগরিক মো. মঞ্জুর আলমকে (১৮) আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার পতাকা বৈঠকের মাধ্যমে মঞ্জুরকে বিএসএফ-এর নিকট হস্তান্তর করা হয়েছে।

এর আগে বুধবার রাতে তাকে আটক করা হয়। আটক মো. মঞ্জুর আলম ভারত ত্রিপুরা জেলার বিলোনিয়া থানার আমজাদনগর গ্রামের মৃত ছোট মিয়ার ছেলে।

ফেনীস্থ (৪ বিজিবি) ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. নাহিদুজ্জামান রাইজিংবিডিকে জানান, বুধবার রাতে পরশুরাম বিওপির সীমান্ত পিলার ২১৬৩/এম এর নিকট দিয়ে ভারতীয় নাগরিক মো. মঞ্জুর আলম (১৮) অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। এসময় বিজিবির টহলদল দুবলারচর থেকে তাকে আটক করে।

পরে ওই ভারতীয় নাগরিককে বৃহস্পতিবার সকালে বিজিবি মজুমদারহাট কোম্পানি ও বিএসএফ ব্যাটালিয়নের সারাসীমা কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে মঞ্জুরকে হস্তান্তর করা হয়েছে।

 

ফেনী/সৌরভ পাটোয়ারী/বুলাকী