সারা বাংলা

সাভারে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের দাবিতে মানববন্ধন

ঢাকার সাভার উপজেলায় মাদক চোরাচালান, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

শুক্রবার দুপুরে খাগান-আউকপাড়া শাখা সড়কে কয়েকশত এলাকাবাসী মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়। সেখানে তারা অভিযোগ করেন, খাগান এলাকার বেসরকারি সিটি ইউনিভার্সিটির বহিষ্কৃত ছাত্র ফয়সাল ও তার সঙ্গী আল-আমিন, হাসানসহ অন্যদের সন্ত্রাসী কর্মকাণ্ডে তারা অতিষ্ঠ।

তারা বলেন, ছাত্রবেশী এই সন্ত্রাসীরা এলাকায় মাদক ও চাঁদাবাজির মাধ্যমে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। বাহিনীর দলনেতা ফয়সাল ওরফে শিবির ফয়সাল এসব কর্মকাণ্ডের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হয়েছেন। তারপরও তিনি এলাকায় সন্ত্রাসী বাহিনী নিয়ে নানা অপকর্ম চালিয়ে আসছেন।

এর আগে তার বিরুদ্ধে স্থানীয়দের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হলেও তা আমলে নেয়নি পুলিশ।

এ সময় মানববন্ধনে স্থানীয় এলাকাবাসী ও বিভিন্ন পেশাজীবীরা উপস্থিত ছিলেন।

 

সাভার/আরিফুল ইসলাম সাব্বির/বকুল