সারা বাংলা

অধ্যক্ষ মাসুদ রানাকে গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাসুদ রানাকে গ্রেপ্তারের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে শনিবার সকালে কলেজ চত্বরে মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থীরা।

উপজেলার লক্ষ্মীপুরে সন্ত্রাসী হামলায় নিহত আব্দুর রাজ্জাক হত‌্যা মামলায় ষড়যন্ত্রমূলকভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেন শিক্ষার্থীরা।

কলেজ চত্ত্বরে প্রায় ঘণ্টাব্যাপি কর্মসুচিতে কলেজ শিক্ষক নীলমনি চন্দ্র পাল, রফিকুল ইসলাম, দুলাল চৌধুরী, শামীমুল ইসলাম, ইসলাইল হোসেন, কলেজ গভর্নিং বডির সদস্য শাহীন রেজা, ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য আব্দুল হামিদ মোল্লা ও শিক্ষার্থী উর্মি রিয়া মুন বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, গত ১০ অক্টোবর সাতলাঠী বাজারে পুর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের সন্ত্রাসীরা আবু রাজ্জাককে মারধর করলে রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনার সময় অনুপস্থিত ও হামলার প্রতিবাদকারী উপজেলার সর্বজন শ্রদ্ধেয় শিক্ষাবিদ মাসুদ রানাকে থানা পুলিশ গ্রেপ্তার করে ১০ নম্বর আসামি হিসেবে কারাগারে পাঠায়।

শিক্ষক-শিক্ষার্থীরা এই ঘটনার নিন্দা জানান এবং তার নিঃশর্ত মুক্তি দাবি করেন।

 

সিরাজগঞ্জ/অদিত্য রাসেল/বকুল