সারা বাংলা

কারেন্ট জাল জব্দ, ৩ জেলের কারাদণ্ড

পিরোজপুরের কাউখালীতে উপজেলা মৎস্য বিভাগ ও থানা পুলিশের যৌথ অভিযানে মাছ ধরার সময় তিন জেলেকে আটক করেছে পুলিশ।

শনিবার রাতে উপজেলার সুবিদপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- উপজেলার মেঘপাল গ্রামের মেহেদী হাসান (২২), সয়না গ্রামের শাহজালাল (৩১) ও মেঘপাল গ্রামের আল-আমীন (১৯)। এসময় প্রায় সাড়ে তিন লক্ষ টাকা মূল্যের ১১ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও নৌকা জব্দ করা হয়।

জানা যায়, শনিবার রাতে যৌথ অভিযানের সময় কাউখালী উপজেলার সুবিদপুর এলাকার কচা নদীতে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরছিলেন এই জেলেরা। এসময় তাদের আটক করে পুলিশ। একই সাথে তাদের ব্যবহৃত অবৈধ কারেন্ট জাল ও নৌকা জব্দ করে পুলিশ।

আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হকের আদালতে হাজির করা হলে আদালত তিন জেলের প্রত্যেককে ১০ দিন কারাদণ্ড দেন।  

উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা ফনি ভূষণ জেলেদের কারাদণ্ডের সত্যতা নিশ্চিত করে জানান, আটক জেলেদের কারাগারে পাঠানো হয়েছে এবং জব্দকৃত জাল আগুনে পুরিয়ে নষ্ট করা হয়েছে।  

পিরোজপুর/কুমার শুভ রায়/নাসিম/বুলাকী