সারা বাংলা

চট্টগ্রামে বিমানবন্দর সড়ক প্রধানমন্ত্রীর নামে হবে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে চট্টগ্রামে বিমানবন্দর সড়কের নামকরণ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন।

রোববার দুপুরে নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পঞ্চম নির্বাচিত পরিষদের ৫১তম সভায় উপস্থিত কাউন্সিলরদের সম্মতিক্রমে এই সিদ্ধান্ত অনুমোদন হয়েছে।

এ ব্যাপারে মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, সিমেন্ট ক্রসিং থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কটি ফোর লেনে উন্নীতকরণে প্রকল্প নেয়া হয়েছে। নগরীর অবকাঠামো উন্নয়নের মাধ্যমে যানজট নিরসন ও নাগরিক জীবনমান উন্নয়নের লক্ষ্যে এই সড়ক সম্প্রসারণ করা হবে। এই সড়কটি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নামে করার সিদ্ধান্ত হয়েছে।

তিনি বলেন, চট্টগ্রামের উন্নয়নে প্রধানমন্ত্রী কর্ণফুলী টানেল, জলাবদ্ধতা নিরসন প্রকল্পসহ প্রায় লাখ কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছেন। তিনি চট্টগ্রামের উন্নয়নে যা প্রতিশ্রুতি দিয়েছেন, তাই বাস্তবায়ন করে চলেছেন।

সভায় প্যানেল মেয়র, কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলরসহ ঊধর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম/রেজাউল করিম/বকুল