সারা বাংলা

ফেসবুকে ‘উস্কানিমূলক’ পোস্ট দেয়ায় সাংবাদিক মুনীর গ্রেপ্তার

ভোলার সহিংসতা নিয়ে ফেসবুকে ‘উস্কানিমূলক’ পোস্ট দেয়ার অভিযোগে ইংরেজি দৈনিক দি নিউ নেশনের খুলনা ব্যুরো প্রধান মুনীর উদ্দিন আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সোমবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মুনীর উদ্দিন আহমেদ খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইজে) খুলনার সদস্য।

মুনীর উদ্দিনের সহকর্মীরা জানান, রোববার রাতে মুনীর উদ্দিনকে নগরীর দোলখোলা এলাকার নিজ বাড়ি থেকে আটক করে খুলনা থানা পুলিশ। এরপর দিনভর তাকে বসিয়ে রেখে তার বিরুদ্ধে খুলনা থানার এসআই মো. শরিফুল আলম বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম বাহার বুলবুল জানান, ভোলার সাম্প্রতিক সহিংসতা নিয়ে মুনীর উদ্দিন ফেসবুকে উস্কানিমূলক একাধিক পোস্ট দিয়েছেন। তিনি বিভিন্ন সময় ফেসবুকে পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধেও আপত্তিকর পোস্ট দিয়েছেন। এ সব অভিযোগে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।  খুলনা/মুহাম্মদ নূরুজ্জামান/বকুল