সারা বাংলা

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ শিক্ষিকার

পাবনার চাটমোহরে মাইক্রেবাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশা খাদে পড়ে কলেজ শিক্ষিকা চামেলী রানী (৫০) নিহত হয়েছেন। আহত হয়েছে আরো ১২ জন।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলার ছাইকোলা ইউনিয়নের সবুজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

চামেলী রানী চাটমোহর পৌর শহরের ব্যবসায়ী শ্যামল কুমার মানির স্ত্রী। তিনি ছাইকোলা ডিগ্রি কলেজের সমাজকর্ম বিভাগের প্রভাষিকা ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় ছাইকোলা বাসস্ট্যাণ্ড থেকে একটি সিএনজি চালিত অটোরিকশায় চড়ে চাটমোহর পৌর সদরের বাড়িতে ফিরছিলেন চামেলী রানী। অটোরিকশাটি ছাইকোলা সবুজপাড়া ব্রিজ এলাকায় পৌঁছার পর বিপরীত দিক থেকে একটি দ্রুতগতির মাইক্রোবাস ধাক্কা দিলে অটোরিকশা রাস্তার পাশেই একটি খাদে পড়ে যায়। মাইক্রোবাসটিও গাছের সাথে ধাক্কা খায়।

এ সময় দুই গাড়ির অন্তত ১৩ জন যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক চামেলী রানীকে মৃত ঘোষণা করেন।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসীর উদ্দিন জানান, দুর্ঘটনায় এক কলেজ শিক্ষিকা মারা গেছেন এবং আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পাবনা/শাহীন রহমান/সাইফ