সারা বাংলা

চিড়িয়াখানার পাখি অবমুক্ত করলেন মেয়র লিটন

শহীদ এ এইচ এম কামারুজ্জামান বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানার খাঁচা থেকে ভুবন চিল ও নিশিবক পাখি অবমুক্ত করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে বুধবার দুপুরে সাতটি ভুবন চিল ও ২০টি নিশিবক অবমুক্ত করেন মেয়র।

এ সময় মেয়র লিটন বলেন, বাংলাদেশে অনেক পাখি বিলুপ্তপ্রায়। প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে এবং পাখিরা যে মুক্ত আকাশে উড়তে পারে, সেজন্য পাখিগুলো অবমুক্ত করা হলো। এছাড়া পাঁয়রার খাঁচা উন্মুক্ত রাখা হবে।

পাখি অবমুক্তকরণের সময় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল, শহীদ এ এইচ এম কামারুজ্জামান বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান প্রমুখ। রাজশাহী/তানজিমুল হক/বকুল