সারা বাংলা

পরিবেশদূষণের দায়ে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

গাজীপুরে পরিবেশদূষণের দায়ে তিন প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার গাজীপুর সিটি করপোরেশনের যোগীতলা, খাইলকুর ও টঙ্গীর ভাদাম এলাকায় গাজীপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে অভিযান চালায়।

গাজীপুর পরিবেশ অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা মো. আশরাফ উদ্দিন জানান, ওয়াশিংয়ের বর্জ্য নির্গমণ করে পরিবেশদূষণের কারণে যোগীতলার স্পেস সোয়েটার লিমিটেড এবং উত্তর খাইলকুর ভ্যালমন্ট ওয়াশিং লিমিটেডকে ২ লাখ টাকা করে জরিমানা ও তা আদায় করা হয়। অবিলম্বে বর্জ‌্য শোধনাগার নির্মাণ করে ফ্যাক্টরির কার্যক্রম চালু করতে নির্দেশ দেয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ছিলেন গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক আব্দুর রাজ্জাক।

আশরাফ উদ্দিন আরো জানান, গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে অপর একটি ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে টঙ্গীর ভাদাম এলাকার মামা-ভাগিনা এন্টারপ্রাইজকে পরিবেশদূষণের দায়ে ১ লাখ টাকা জরিমানা করে তা আদায় করা হয়। গাজীপুর/হাসমত আলী/রফিক