সারা বাংলা

গোপালগঞ্জে ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টিপাত

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে গোপালগঞ্জ জেলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে। সকাল থেকে শুরু হয় বৃষ্টিপাত। এতে মানুষ ভোগান্তিতে পড়েছে।

বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় বুলবুল ঘণ্টায় সোয়াশ কিলোমিটার বেগের বাতাসের শক্তি নিয়ে ধেয়ে আসছে উপকূলের দিকে, আপাতত এর গতিমুখ সুন্দরবনের দিকে। শনিবার বিকেলে পর বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ের প্রভাব অনুভূত হতে পারে। মধ্যরাতে খুলনা অঞ্চল দিয়ে বুলবুল উপকূল অতিক্রম করতে পারে।

বুলবুল শক্তি সঞ্চয় করে শুক্রবার সকালে অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর সংকেত বাড়িয়ে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

সকাল থেকে দেশের দক্ষিণাঞ্চলসহ অধিকাংশ এলাকায় মেঘলা আবহাওয়া বিরাজ করছে। কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হচ্ছে।

গোপালগঞ্জে সকাল থেকে বৃষ্টিপাত হওয়ায় সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছে। দিনমজুর ও খেটে খাওয়া মানুষ কাজে যেতে পারেনি। শহরের সড়ক ফাঁকা রয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছে না।

জেলার বিভিন্ন উপজেলায় বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে।  গোপালগঞ্জ/বাদল সাহা/বকুল