সারা বাংলা

টেকসই উন্নয়নে সরকার কাজ করছে : শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, দেশে টেকসই উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। আজকের বাংলাদেশে উন্নয়নের যাত্রা চলমান রাখতে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখার আহ্বান জানান তিনি।

শুক্রবার সন্ধ্যায় নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজ কর্তৃক শিল্পমন্ত্রীকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

কলেজের প্রতিষ্ঠাতা থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাদির মোল্লার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. হাবিবুর রহমান আকন্দ।

নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, ‘‘এক সময় পাকিস্তান আমাদের শোষন করত, এখন তারা বাংলাদেশের মতো হতে চায়। বাংলাদেশের উন্নয়ন দেখে তারা ঈর্ষান্বিত। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।’’

অনুষ্ঠানে আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের পক্ষ থেকে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও  ক্রেস্ট তুলে দেয়া হয়। অনুষ্ঠানে কলেজে অধ্যয়নরত দেশের ৫৩টি জেলার শিক্ষার্থী, তাদের অভিভাবক এবং স্থানীয়রা অংশ নেন। নরসিংদী/গাজী হানিফ মাহমুদ/বকুল