সারা বাংলা

উদয়নে চট্টগ্রাম যাচ্ছিলেন ৭০৩ যাত্রী

সিলেট থেকে উদয়ন এক্সপ্রেসে করে চট্টগ্রাম যাচ্ছিলেন ৭০৩ যাত্রী।

সোমবার রাতে রাত পৌনে ৯টায় ট্রেনটি সিলেট স্টেশন ছাড়ে।

পথিমধ্যে ব্রাহ্মণবাড়িয়ার মন্দবাগে চট্টগ্রাম থেকে ঢাকাগামী তুর্ণা নিশীথ'র সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাণ হারিয়েছেন ১৬ যাত্রী, আহত হন শতাধিক।

সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আতাউর রহমান রাইজিংবিডিকে জানান, সোমবার রাতে ১৬ কোচ নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে উদয়ন। এ ১৬ কোচে আসন ৬২২ টি। তবে ৭০৩ যাত্রী নিয়েই সিলেট ছেড়েছিল ট্রেনটি।

রেল কর্মকর্তারা বলছেন, তুর্ণা নিশীথার চালক সিগন্যাল অমান্য করায় এ দুর্ঘটনা ঘটেছে। তাছাড়া, তুর্ণার ইঞ্জিন সরাসরি উদয়ন ট্রেনের পেছনের তিনটি কোচে আঘাত করে। এতে কোচগুলো দুমড়ে-মুচড়ে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে।

সিলেট থেকে চট্টগ্রামের দুরত্ব ৩৭০ কিলোমিটার। এ দুরত্ব পাড়ি দিতে যাত্রীরা রেলেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। তবে রেলে আসন পর্যাপ্ত না থাকায় সড়ক পথেই যাতায়ত করেন তারা। রেলপথ আধুনিকায়নসহ সিলেট-চট্টগ্রাম রেলসড়কে নতুন রেল বাড়ানোর জন্য বিভিন্ন দপ্তরে আবেদনও জানিয়ে আসছেন সিলেটবাসী।

 

সিলেট/নোমান/বুলাকী