সারা বাংলা

রেশনের ৯০ বস্তা চাল জব্দ

রংপুরের মিঠাপুকুরে দুঃস্থদের জন্য বরাদ্দকৃত রেশন কার্ডের ১০ টাকা কেজির ৯০ বস্তা চাল জব্দ করেছে খাদ্য অধিদপ্তর। এসময় গুদাম সিলগালা করে দেওয়া হয়।

সোমবার সন্ধ্যায় উপজেলার মিলনপুর ইউনিয়নের গোপালপুর বাজার থেকে এ চাল জব্দ করা হয়।

খাদ্য বিভাগ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মিলনপুর ইউনিয়নের গোপালপুর বাজারে স্থানীয় ব্যবসায়ী হেলাল মিয়ার গুদামে ৯০ বস্তা সরকারি চাল রয়েছে- এমন খবর পেয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রইচ উদ্দিনের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে গিয়ে ৯০ বস্তা চাল উদ্ধার করে। পরে ওই ব্যবসায়ির গুদামঘর সিলগালা করা হয়। এসময় মিলনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হালিম চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইউপি চেয়ারম্যান বলেন, ডিলারের মাধ্যমে চালগুলো বিক্রি করা হয়। কিন্তু এই ব্যবসায়ী কালোবাজারির মাধ্যমে সরকারি চাল কিনে গুদামজাত করেছেন।

অভিযুক্ত ব্যবসায়ী হেলাল মিয়া বলেন, চালগুলো রেশন কার্ডধারীরা আমার কাছে বিক্রি করে দিয়েছে। আমি জোর করে চাল কিনে নেইনি।

স্থানীরা জানান, রেশন কার্ডের আওতায় ১০ টাকা কেজির চালের চালানে খারাপ এসেছে, এ কারণে রেশন উপকারভোগীরা চালগুলো ওই ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেয়।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রইচ উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হেলাল মিয়ার গুদামঘর হতে চালগুলো জব্দ করে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।   রংপুর/নজরুল/নাসিম/বুলাকী