সারা বাংলা

কুড়িয়ে পাওয়া সেই নবজাতক নতুন ঠিকানায়

ফেনীর ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন স্থানে রাস্তার পাশ থেকে উদ্ধার হওয়া সেই কন্যা সন্তানের দায়িত্ব নিয়েছেন এক ব্যবসায়ী দম্পতি।

সোমবার বিকালে ফেনী জেলা প্রশাসকের মাধ্যমে তাকে (দত্তক) হস্তান্তর করা হয় ফেনী শহরের ওই ব্যবসায়ী দম্পতির কাছে।

এর আগে নবজাতকটি স্বেচ্ছাসেবী সংগঠন ‘সহায়’র তত্বাবধানে ছিল। তাকে দত্তক পেতে জেলা প্রশাসকের কাছে আবেদন করেছিল ১৫ পরিবার।

তিন মাস ৪ দিন আগে রাত সাড়ে ৯টার দিকে নবজাতক কন্যা সন্তানটিকে পলিথিন মোড়ানো অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা। পরে শিশুটির চিকিৎসার জন্য ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসেন তারা। পরে ফেনী জেলা প্রশাসন ও ২৫০ শয্যা ফেনী জেনারেল হাসপাতালের আর এম ও ডা. আবু তাহের পাটোয়ারির মাধ্যমে স্বেচ্ছাসেবী সংগঠন সহায় নবজাতকটির তত্তাবধায়নের দায়িত্ব নেয়।

সোমবার জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক পি কে এম এনামুল করিম, সমাজসেবা বিভাগের কর্মকর্তা এবং ‘সহায়’র কর্মকর্তাদের উপস্থিতিতে জেলা প্রশাসক নবজাতককে তুলে দেন নি:সন্তান দম্পতির হাতে।  

ফেনী/সৌরভ/নাসিম/বুলাকী