সারা বাংলা

সাতক্ষীরায় হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে স্বামী রঞ্জন মন্ডলকে (৩৭) মৃত্যদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতনদমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক হোসনে আরা আক্তার এই রায় ঘোষণা করেন।

ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) জহুরুল হায়দার বাবু জানান, তালা উপজেলার বারাত গ্রামের নিমাই চন্দ্র দাশের মেয়ে স্বপ্নার সঙ্গে কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের তৈলকূপী গ্রামের রঞ্জন মন্ডলের বিয়ে হয়। রঞ্জন মন্ডল যৌতুকের জন্য স্ত্রীকে মাঝে-মধ্যে শারীরিক নির্যাতন করতেন।

২০১২ সালে ৯ জুন ৫০ হাজার টাকা যৌতুকের জন্য নিজের বাড়িতে স্ত্রীকে পেটাতে পেটাতে মেরে ফেলেন। এ ঘটনায় নিহতের ভাই শিবপদ দাস বাদী হয়ে ছয় জনকে আসামি করে কলারোয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত কর্মকর্তা এসআই গোলাম সরোয়ার মোল্যা তদন্ত শেষে ২০১২ সালের ১২ জুলাই আদালতে চার্জশিট দাখিল করেন।

জামিনে থাকা রঞ্জন মন্ডল রায়ের সময় আদালতে অনুপস্থিত ছিলেন। সাতক্ষীরা/শাহীন গোলদার/বকুল