সারা বাংলা

নরসিংদীতে পেঁয়াজের কেজি ২০০ টাকা

নরসিংদীতে প্রতি কেজি পেঁয়াজ ২০০ টাকায় বিক্রি হচ্ছে। বৃহস্পতিবার জেলা শহরের বাজারে এই দামে পেঁয়াজ বিক্রি হয়।

বুধবার বিকেলে শহরের ভেলানগর ও সন্ধ্যায় বটতলা কাঁচাবাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছিল ১৭০ থেকে ১৮০ টাকায়। আজ তা ২০০ টাকা।

দাম বাড়ার সঙ্গে সঙ্গে বিক্রিও কমে গেছে বলে জানান দোকানিরা। মুদি দোকানি হানিফ বলেন, আগে দিনে ২০-২৫ কেজি পেঁয়াজ বিক্রি হলেও এখন ৫-৬ কেজিও বিক্রি হয় না।

ভেলানগর বাজারে ক্রেতা হালিম বলেন, সকালে বাজারে পেঁয়াজ কিনতে এসে শোনেন দাম ২০০ টাকা কেজি। যা দুই দিন আগেও ছিল ১৬০-১৭০ টাকা। 

বটতলা বাজারের মুদি দোকানদার আবুল হোসেন জানান, কয়েক দিন ধরে তিনি পেঁয়াজ বিক্রি বন্ধ করে দিয়েছেন। পেঁয়াজের আমদানি কম তাই প্রায় প্রতিদিন দাম ১০ থেকে ২০ টাকা করে বাড়ছে। এতে দাম নিয়ে ক্রেতাদের সঙ্গে মনোমালিন্য হয়। নরসিংদী/গাজী হানিফ মাহমুদ/বকুল