সারা বাংলা

‘লবণের পর্যাপ্ত মজুত আছে, বিভ্রান্ত হবেন না’

বাজারে লবণ সংকট এবং মূল্য বৃদ্ধির গুজব পৌঁছে গেছে প্রত্যন্ত এলাকায়।  পেঁয়াজের মতো আরো দাম বাড়তে পারে এমন ভয় কাজ করছে ক্রেতা সাধারণের মাঝে।

প্রয়োজনের চেয়ে অতিরিক্ত লবণের জন্য ক্রেতা সাধারণ ভিড় করছেন দোকানে। নিত্যদিনের সব খরচের চেয়ে ক্রেতারা অধিক গুরুত্ব দিচ্ছে লবণে।  সুযোগ সন্ধানী ব্যবসায়ীরা ফায়দা লুটতে লবণ বিক্রি করছেন চড়া দামে।

মঙ্গলবার পঞ্চগড়ের বিভিন্ন বাজার ঘুরে এসব দৃশ্য দেখা যায়। ক্রেতাদের অভিযোগ, প্যাকেটের গায়ের মূল্যের চেয়ে ১০ থেকে ১৫ টাকা প্রতি কেজিতে বেশি গুণতে হচ্ছে। অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করছে। 

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক), পঞ্চগড়ের শিল্প সহায়ক কেন্দ্র থেকে জরুরি নোটিশের মাধ্যমে জানানো হয়েছে যে, লবণ উৎপাদনে বাংলাদেশ স্বয়ং সম্পন্ন।  গত ১৫ নভেম্বর পর্যন্ত দেশে লবণের মজুত  ৬.৫০ লক্ষ মেট্রিক টন।  এছাড়াও সামনের মৌসুমের জন্য লবণ চাষিরা চাষ শুরু করেছে।

এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পঞ্চগড়ের সহ-পরিচালক শেখ সাদী বলেন, লবণের পর্যাপ্ত মজুত রয়েছে।  কেউ  বিভ্রান্ত হবেন না।

 

পঞ্চগড়/নাঈম/সাইফ