সারা বাংলা

বাবার অভিযোগে আটক ছাত্রলীগের নেতা

বাবার করা অভিযোগের ভিত্তিতে ঝালকাঠি সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি রফিকুর রহমান রাহাতকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে শহরের টিঅ্যান্ডটি সড়কের বাসা থেকে তাকে আটক করা হয়।

পুলিশের কাছে রাহাতের বিরুদ্ধে বাসায় ভাঙচুর ও অভব‌্য আচরণের অভিযোগ করেন তার বাবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুস শুক্কুর মোল্লা ।

জানা যায়, সকালে রাহাত তার বাবা-মায়ের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এর প্রতিবাদ করলে বাসায় ভাঙচুর করেন তিনি। এছাড়া, সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব কারণে তার বাবা-মা অতিষ্ঠ হয়ে পড়েছেন। তারা বিষয়টি পুলিশকে জানান। পুলিশ বাসা থেকে রাহাতকে আটক করে। এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের করা হয়নি।

রাহাতের বাবা আবদুস শুক্কুর মোল্লা বলেন, অনেক দিন ধরেই রাহাত আমাদের অবাধ্য হয়ে চলছে। তার আচরণ অসৌজন্যমূলক। সে বাসায় বিভিন্ন সময় ভাঙচুর চালায়। বাধ্য হয়ে বিষয়টি আমি পুলিশকে জানিয়েছি।

ঝালকাঠি থানার ওসি আবু তাহের বলেন, রাহাতের বাবা পুলিশের কাছে অভিযোগ করায় তাকে আটক করা হয়েছে। এ ব্যাপারে এখনো কোনো মামলা দায়ের হয়নি। রাহাতের বাবা লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা ছাত্রলীগের সভাপতি রফিকুর রহমান রাহাতের বিরুদ্ধে মাদকসেবন এবং বিক্রিসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আছে।

 

ঝালকাঠি/অলোক সাহা/রফিক