সারা বাংলা

কুষ্টিয়ায় প্লাইউড কারখানায় বয়লার বিস্ফোরণে ৪ শ্রমিক দগ্ধ

কুষ্টিয়ায় প্লাইউড কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় কারখানার চার শ্রমিক অগ্নিদগ্ধ হয়েছেন।

শুক্রবার ভোরে সদর উপজেলার বারখাদাস্থ উডল্যান্ড প্লাইউড প্রসেসিং কোম্পানির এমপিএফ সেকশনে এ ঘটনা ঘটে।

বিস্ফোরণের সময় কারখানায় রাতের শিফটে কাজ চলছিল।

বয়লার বিস্ফোরণে এ ঘটনা ঘটেছে বলে ফায়ার সার্ভিস জানালেও উডল্যান্ডের পক্ষ থেকে দাবি করা হয়, শর্টসার্কিটের কারণে অগ্নিকান্ড ঘটেছে।

উডল্যান্ড প্লাইউড প্রসেসিং কোম্পানির কর্মকর্তা তুহিনুল ইসলাম জানান, কারখানায় রাতের শিফটে কাজ চলছিল। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে। এসময়  আগুন নেভাতে গিয়ে চার জন দগ্ধ হয়। তাদের রাতেই ঢাকায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার আলী সাজ্জাদ জানান, ভোর ৪ টার দিকে  ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা। সকাল সাড়ে ৭ টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

 

কুষ্টিয়া/ কাঞ্চন কুমার/শাহেদ