সারা বাংলা

চটগ্রামে বিমানবন্দরে পরিত্যক্ত ৮ কেজি সোনা উদ্ধার

চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের টয়লেট থেকে পরিত্যক্ত অবস্থায় ৮ কেজি ওজনের ৭০টি সোনার বার উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সোনার আনুমানিক মূল্য ৪ কোটি টাকা।

শুক্রবার দুপুরের দিকে এই বিপুল পরিমাণ সোনার বার উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারওয়ার ই জামান।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, দুপুরে ওমান থেকে আসা মাসকাট এয়ারের একটি বিমানের যাত্রীরা বিমানবন্দর ত্যাগ করার পর বিমানবন্দরের তৃতীয় তলার একটি টয়লেটে পরিত্যক্ত পলিথিন ব্যাগ পাওয়া যায়। পরে ওই ব্যাগ থেকে ৭০টি সোনার বার উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে, ধরা পড়ার ভয়ে পাচারকারীরা সোনার বার টয়লেটে রেখে পালিয়ে গেছে। এ ব্যাপারে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ ও আইনশৃংখলা বাহিনী অনুসন্ধান চালাচ্ছে বলে জানিয়েছেন বিমানবন্দরের ব্যবস্থাপক। চট্টগ্রাম/রেজাউল করিম/বকুল