সারা বাংলা

বেবি তরমুজ চাষে সাফল‌্য

ভোলার দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের চরপাতা গ্রামের যুবক সৌরভ চন্দ্র হাওলাদার। তার অনেক দিনের ইচ্ছে বেবি তরমুজ চাষের। ঠিক করলেন তার পরিত্যক্ত জমিতে বেবি তরমুজ চাষ করবেন।

পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশনের কৃষি ইউনিটের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থার সহযোগিতায় ও তাদের কাছ থেকে বীজ ও প্রশিক্ষণ নিয়ে শুরু করেন পরীক্ষামূলক গ্রীষ্মকালীন এ তরমুজ চাষ। অল্প খরচে মাত্র সত্তর দিনে তার জমিতে ফল বড় হতে শুরু করে। নানা রঙের তরমুজ দেখে সৌরভও খুশি।

বেবি তরমুজ দেখতে সুন্দর। খেতেও অনেক স্বাদের। এলাকার লোকজনও দেখতে ভিড় করেন তার তরমুজ ক্ষেতে। ইতিমধ্যে একেকটি তরমুজের ওজন দুই থেকে আড়াই কেজি হয়ে উঠেছে। পাকতেও শুরু করেছে। রয়েছে প্রায় পাঁচ শতাধিক তরমুজ। বাজারে বিক্রি হচ্ছে কেজি প্রতি ৬০ টাকা দামে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিনয় কৃষ্ণ দেবনাথ বলেন, দৌলতখানের চরপাতার সৌরভ চন্দ্র হাওলাদার বেবি তরমুজ চাষ করে ব্যাপক সাড়া ফেলে দিয়েছেন। তার এ সাফল্য অন্যদের অনুপ্রাণিত করবে। ভোলা/নয়ন/সাইফ