সারা বাংলা

পেঁয়াজ ছাড়া রান্নার ঘোষণা গৃহিণীদের!

পেঁয়াজের বাজার অস্থিতিশীল। কমছেনা দর। এ কারণে পেঁয়াজ ছাড়া দশদিন রান্নার ঘোষণা দিয়েছেন শতাধিক গৃহিণী। তারা বুধবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে মানববন্ধন করে এমন ঘোষনা দেন তারা।

সিলেটের বাজারে বুধবার প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয় ১৮৫ টাকা থেকে ২০০ টাকায়। যেখানে সপ্তাহ দিন আগে পেঁয়াজের দর কমে ১১০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছিল। এভাবে পেঁয়াজের বাজার অস্থিতীশীল হওয়ার কারণে অভিনব এ প্রতিবাদে নামেন শতাধিক গৃহিনী।

মানববন্ধনে তারা পেঁয়াজ সম্পর্কিত স্লোগান লেখা একাধিক প্লাকার্ডও প্রদর্শন করেন। এসব প্লাকার্ডে ‘পেঁয়াজ ছাড়াও রান্না হয়’, ‘পেঁয়াজ ছাড়া রান্না করুন’, 'দশ দিন পেঁয়াজ কিনব না, দশ দিন পেঁয়াজ দিয়ে রান্না করবনা' ইত্যাদি।

মানববন্ধনে সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেচ্ছা হক, নারীনেত্রী নুরুন নাহার বেবি, ফরিদা আলম, সামসুন্নাহার মিনু, ফাতেমা জান্নাত, ইয়াছমিন চৌধুরী, মারিয়াম চৌধুরী মাম্মি প্রমুখ উপস্থিত ছিলেন।  

সিলেট/ আব্দুল্লাহ আল নোমান/নাসিম