সারা বাংলা

পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় এক ইউপি চেয়ারম্যানের পুকুরে বিষ প্রয়োগে পাঁচ লাখ টাকার মাছ নিধন করেছে দুবৃর্ত্তরা। বুধবার উপজেলার মানিকপুর ইউনিয়নের বাহেরচর গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম একটি পুকুরে পাঁচ লাখ টাকার রুই, কাতলা, ব্রিগেড, কার্ফোসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করেন। বুধবার ভোরে পুকুরে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা। পরে পুকুরের সব মাছ মরে ভেসে উঠতে তাকে।

স্থানীনরা দেখতে পেয়ে বিষয়টি ইউপি চেয়ারম্যানকে অবগত করেন। এ ঘটনায় নিরাপত্তা প্রহরী আক্তার হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে বাঞ্ছারামপুর থানায় অভিযোগ দায়ের করেন।

ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বলেন, গ্রামের বাড়ির নিজস্ব পুকুরে ১৬ বছর ধরে মাছ চাষ করে আসছেন। কে বা কারা পুকুরে বিষ প্রয়োগ করলে সব মাছ মরে ভেসে ওঠে। তিনি জানান, পুকুরে প্রায় পাঁচ লাখ টাকার মাছ ছিল।

বাঞ্ছারামপুর থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে। বাহ্মণবাড়িয়া/মাইনুদ্দীন রুবেল/বকুল