সারা বাংলা

ব্রাহ্মণবাড়িয়ায় চোলাই মদসহ আটক ৮

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে চোলাই মদ সহ আট জনকে আটক করেছে র‍্যাব-১৪, ভৈরব ক্যাম্প।

আটককৃতরা হলেন- শন্তি রবি দাস (৪০) স্বামী-রবি দাস রেলগেইট রবিদাস পাড়া এলাকার, মোঃ মাহাআলম (২৪) পিতা-মোঃ আমজাদ আলী চরচারতলা এলাকার, মোঃ খলিল মিয়া (৪৯) পিতা- জয়নাল মিয়া, চরচারতলা এলাকার, ইয়াসিন মিয়া (২৬) পিতা- রহমত আলী চরচারতলা এলাকার, মনুদাস (৩৭) পিতা- নিত্য আনন্দদাস চরসেনারামপুর এলাকার, দিলো চন্দ্র বর্মন(৩৯) পিতা- কারিনি চন্দ্র বর্মন চরসেনারামপুর এলাকার, মোঃ সুফল (২৬), পিতা-মোঃ হুমায়ন কবির চরচারতলা এলাকার সকলে আশুগঞ্জ উপজেলার ব্রাহ্মণবাড়িয়া জেলার ও রবিন বারই (২৩) পিতা-বিমল বারই বরাম এলাকার সিরাজদি খান উপজেলার মুন্সিগঞ্জ জেলার বাসিন্দা।

আজ রাত সাড়ে সাড়ে ১০ টার দিকে প্রেস রিলিজে র‍্যাব-১৪, ভৈরব ক্যাম্পের কোম্পানির অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, সিনিয়র এডি চন্দন দেবনাথের নেতৃত্বে গোপন সংবাদের ভিওিতে রাত সাড়ে ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার রেলগেইট রবিদাস পাড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পরে তাদের সাথে থাকা ২৬ লিটার চোলাই মদ ও মাদক বিক্রির টাকা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানানো হয়।  

ব্রাহ্মণবাড়িয়া/মাইনুদ্দীন রুবেল/নাসিম