সারা বাংলা

‘উত্তর কোরিয়া সবসময় মওলানা ভাসানীর প্রতি শ্রদ্ধাশীল’

মওলানা ভাসানী উত্তর কোরিয়াকে যুদ্ধের সময় সমর্থন জানিয়েছিলেন। এ কারণে উত্তর কোরিয়া সবসময় মওলানা ভাসানীর প্রতি শ্রদ্ধাশীল।

বলেছেন, বাংলাদেশের উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত পাক সং ইয়প। তিনি আজ দুপুরে টাঙ্গাইলের মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমাদের দু’দেশের মাঝে গভীর সুসম্পর্ক রয়েছে। আমি এখানে এসেছি আপনাদের উন্নতি ও সমৃদ্ধি দেখতে।’

পরে পাক সং ইয়প ভাসানীর ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম নিয়ে গড়ে ওঠা মিউজিয়াম পরিদর্শন করেন।

এসময় তার সাথে উত্তর কোরিয়ার অ্যাম্বাসেডর ডিএমসি এন্ড কাউন্সিলর পাক ইয়ং চল, মওলানা ভাসানী ফাউন্ডেশনের মহাসচিব মাহমুদুল হক সানু, ভাসানী গবেষক সৈয়দ ইফরানুল বারিসহ উত্তর কোরিয়া দূতাবাসের উধ্র্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে রাষ্ট্রদূত ভাসানীর মাজার প্রাঙ্গণে এসে পৌঁছলে তাকে স্বাগত জানান ভাসানী ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।

এছাড়াও তিনি আজ বিকেলে স্থানীয় সাধারণ গ্রন্থাগারে উত্তর কোরিয়ার অবিসংবাদিত নেতা কমরেড কিম জং ইল এর ৮ম প্রয়াণ দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় অংশ নেবেন। টাঙ্গাইল/শাহরিয়ার সিফাত/টিপু