সারা বাংলা

‘একজন ইভটিজার কখনো পুরুষ নয়, কাপুরুষ মাত্র’

চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেছেন, ‘‘একজন ধর্ষক কখনো সুস্থ ও স্বাভাবিক মানুষ হতে পারে না। একজন ইভটিজার কখনো পুরুষ নয়; কাপুরুষ মাত্র।’’ 

রোববার দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় নারী নির্যাতন প্রতিরোধ পক্ষকাল পালন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘‘নারী-পুরুষের সমতা মানে পারস্পরিক শ্রদ্ধা, সম্মান ও সম্পর্কোন্নয়ন।’’

তিনি বলেন, ‘‘নারীর প্রতি সহিংসতা, নির্যাতন প্রতিরোধে নারীরাই হয়ে উঠবে চেঞ্জ মেকার। নারীকেই নারীর ক্ষমতায়নে গড়ে তুলতে হবে সামাজিক আন্দোলন।’’

তিনি আরো বলেন, ‘‘মা যেমন তার মেয়েকে আদর-স্নেহ, মায়া-মমতা দিয়ে আগলে রাখেন, তেমনি নিজের পুত্রবধূকেও মেয়ের মতো আদর-স্নেহ ভালোবাসায় জড়িয়ে রাখতে হবে। যখন অন্য কারো দ্বারা নারী সহিংসতার শিকার হবে; তখন পাশে থাকা নারীকেই তার প্রতিবাদ করতে হবে।’’ 

সরকার, প্রশাসন ও কমিউনিটিকে জেন্ডারভিত্তিক বৈষম্য নিরসনে ইতিবাচক উদ্যোগ গ্রহণে উদ্বুদ্ধকরণে প্রতি বছর ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ১৬ দিন ক্যাম্পেইন পালন করা হয়; যা ‘নারীর প্রতি বৈষম্যবিরোধী ১৬ দিনের ক্যাম্পেইন’ নামে পরিচিত।

সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহার সভাপতিত্বে অনুষ্ঠানে কাউন্সিলর ছালেহ আহমদ চৌধুরী, সংরক্ষিত কাউন্সিলর আবিদা আজাদ প্রমুখ বক্তব্য রাখেন।

 

চট্টগ্রাম/রেজাউল/বকুল