সারা বাংলা

বেতনের দাবিতে সড়ক অবরোধ

দুই মাসের বকেয়া বেতনের দাবিতে জয়দেবপুর-চান্দনা সড়ক অবরোধ করেছেন দুটি পোশাক কারখানার শ্রমিকরা।

মঙ্গলবার দুপুর সোয়া ১টা থেকে কারখানার সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন শ্রমিকরা। ফলে জয়দেবপুর-চান্দনা চৌরাস্তা থেকে জয়দেবপুরের শিববাড়ি মোড় পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার সড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়।

পুলিশ ও শ্রমিকরা জানান, একই মালিকের স্টাইল ক্রাফট লিমিটেড ও ইয়াং ওয়ার্নস বাংলাদেশ লিমিটেড কারখানার শ্রমিকদের গত অক্টোবর ও নভেম্বর মাসের বেতন বকেয়া রয়েছে। মালিকপক্ষ বার বার সময় নিয়েও বেতন পরিশোধ করতে পারেনি। মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে শ্রমিকরা বেতনের দাবিতে কারখানার সামনে সড়ক অবরোধ করেন। খবর পেয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, শিল্প পুলিশ এবং কারখানার মালিক ঘটনাস্থলে এসে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

বিকেল সোয়া ৩টায় এ প্রতিবেদন লেখার সময় সড়ক অবরোধ চলছিল। গাজীপুর/হাসমত আলী/রফিক