সারা বাংলা

‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সারহইল গ্রামে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আব্দুর রশিদ নামে একজন নিহত হয়েছেন।

বুধবার দিবাগত রাত পৌনে ১টার দিকে এই ঘটনা ঘটে।

পুলিশের দাবি, নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী। তিনি ঈশ্বরগঞ্জ উপজেলার ঘাগড়া গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ জানান, বুধবার রাত পৌনে ১টার দিকে উক্ত স্থানে আন্ত:জেলা মাদক ব্যবসায়ী আব্দুর রশিদ  মাদক ক্রয়-বিক্রয় করছে, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযানে যায় ডিবি পুলিশের দুটি টিম। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। 

পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালালে আব্দুর রশিদ নামে একজন গুলিবিদ্ধ হয়। পরে আহত রশিদকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় শামীম আল মামুন নামে পুলিশের এক এসআই আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুইশ গ্রাম হেরোইন, একশ পিস ইয়াবা ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।  

ময়মনসিংহ/মিলন/নাসিম/বুলাকী