সারা বাংলা

অপ্রয়োজনীয় পোশাক রেখে যান…

‘আপনার অপ্রয়োজনীয় পোশাক রেখে যান, প্রয়োজন হলে পোশাক নিয়ে যান’- এমন মানবতার দেয়াল দেশের বহু স্থানে রয়েছে। এবার সাতক্ষীরার পাটকেলঘাটা থানায় এই উদ্যোগ শুরু করলেন উপজেলা প্রশাসন।

সম্প্রতি থানার ভূমি অফিসে মানবতার দেয়ালের উদ্বোধন করেন তালা উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন।

তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম বলেন, এখন থেকে আপনার বাড়ির অপ্রয়োজনীয় পোশাক মানবতার দেয়ালে রেখে যাবেন। এখান থেকে যাদের এই পোশাক প্রয়োজন, তারা সেগুলো নিয়ে উপকৃত হবে।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, মানবতার দেয়ালের মাধ্যমে গরিব ও মেহনতি মানুষের শীতের পোশাকের অভাব দূর হবে।

তিনি আরো বলেন, খুব দ্রুত তালা উপজেলা সদরে আরেকটি মানবতার দেয়াল চালু করা হবে। এই মহতি কাজে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

 

সাতক্ষীরা/শাহীন গোলদার/বকুল