সারা বাংলা

৪৫ টাকার পেঁয়াজ ৮০ টাকায় বিক্রি করায় কারাদণ্ড

সরকারিভাবে সরবরাহকৃত ৪৫ টাকা দরের পেঁয়াজ ৮০ টাকা দরে বাজারে বিক্রির দায়ে ঠাকুরগাঁওয়ে এক ডিলারকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত ডিলার সদর উপজেলার রুহিয়া এলাকার আসিরুদ্দীনের ছেলে আশরাফুল ইসলাম। 

তিনি পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলা থেকে অবৈধভাবে পেঁয়াজ এনে ঠাকুরগাঁও শহরের বাসস্ট্যান্ডে বিক্রি করছিলেন।

আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন রাইজিংবিডিকে জানান, শনিবার সদর উপজেলার ২২ পয়েন্টে উপজেলা প্রশাসনের নিয়োগকৃত ডিলারদের মাধ্যমে ৪৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রির কথা ছিল। কিন্তু  ৫২ টাকা করে পেঁয়াজ বিক্রি শুরু করেন ডিলার আশরাফুল।সন্ধ্যার দিকে শহরের বাসস্ট্যান্ড বাজারে সেই পেঁয়াজ ৮০ টাকা দরে বিক্রি করছিলেন তিনি। স্থানীয়রা অভিযোগ করলে রোববার সকালে আটক করা হয় ডিলার আশরাফুল ইসলামকে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আশরাফুল দোষ স্বীকার করায় এ ঘটনায় তাকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ঠাকুরগাঁও/তানু/বুলাকী