সারা বাংলা

‘হেইয়া হো, হেই-য়ো’

‘হেইয়া হো, হেই-য়ো’ শব্দের ছন্দে ছন্দে মেহেরপুরের ভৈরব নদীতে অনুষ্ঠিত হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা।

বিজয় দিবস উপলক্ষে আয়োজন করা হয় এই প্রতিযোগিতার। রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই প্রতিযোগিতা।

নৌকা বাইচ দেখতে নদীর দুইপারে হাজারো মানুষের ঢল নামে। জেলার বিভিন্ন গ্রাম থেকে আসা ১০টি দল এতে অংশ নেয়। জেলা প্রশাসন এ প্রতিযোগিতার আয়োজন করে।

আয়োজকরা বলছেন, নৌকা বাইচ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা। যুগে যুগে গ্রাম বাংলায় এই খেলা হয়ে আসছে। এতে গ্রাম ও শহরের মানুষের একটি সম্মিলন ঘটে। তাই মিলনের বড় উৎস এই খেলাকে ধরে রাখতে হবে।

নৌকা বাইচ দেখতে আসা দর্শনার্থীরা জানান, হারানো এই নৌকা বাইচ খেলা দেখতে পেয়ে মুগ্ধ তারা। পরিবার সাথে নিয়ে অনেকে এসেছেন নৌকা বাইচ দেখতে। প্রতি বছর এ ধরনের প্রতিযোগিতা আয়্জোনের জন্য কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেন।

মেহেরপুর জেলা প্রশাসক আতাউল গনি বলেন, নৌকা বাইচ নতুন প্রজন্মের কাছে ফিরিয়ে আনতে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে। আগামীতে বড় পরিসরে নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হবে। এই ভৈরব নদীটি যেন দখল ও দূষণ না হয় সে ব্যাপারে জেলা প্রশাসন নজরদারি রাখবে।

শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক পরিমল সিংহ।

 

মেহেরপুর/জাকির হোসেন/সাইফ