সারা বাংলা

নওগাঁয় বিজয় র‌্যালি

মহান বিজয় দিবস উপলক্ষে নওগাঁয় জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিজয় র‌্যালি ও আলোচনা সভা হয়েছে।

সোমবার দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বিজয় র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নির্মল কৃষন সাহা, সাংগঠনিক সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল ও বিভাষ মজুমদার গোপাল, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা  বক্তব্য রাখেন।

এর আগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুসহ জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও এক মিনিট নিরবতা পালন করা হয়।

পরে খাদ্যমন্ত্রী তার নির্বাচনী এলাকা নিয়ামতপুর উপজেলা প্রশাসন আয়োজিত কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনীতে যোগ দেন। নওগাঁ স্টেডিয়ামে অনুষ্ঠিত স্বেচ্ছায় রক্তদান, কুচকাওয়াজ, সালাম গ্রহণ, ডিসপ্লে প্রদর্শন করেন এবং বিজয়ী ও বিজিতদের মধ্যে তিনি পুরস্কার বিতরণ করেন। ঢাকা/আসাদ/সাইফ