সারা বাংলা

বিচারককে জুতা নিক্ষেপ!

ঠাকুরগাঁওয়ে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে বিচার কার্যক্রম চলাকালীন বিচারককে লক্ষ‌্য করে জুতা নিক্ষেপ করেছেন এক আসামি।

মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-১ এর এজলাসে এ ঘটনা ঘটে।

মোটরসাইকেল চুরির দায়ে জামিন না দেয়ায় বিচারককে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করেন মেহেদি হাসান বাবু (৩০) নামের ওই আসামি। তিনি ঠাকুরগাঁও শহরের ফকিরপাড়া এলাকার বাসিন্দা।

ঠাকুরগাঁও আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তাক আলম টুলু এ খবর নিশ্চিত করেন।

তিনি বলেন, “দুপুরে এজলাসে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোছা. মারজিয়া খাতুনকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করেন বাবু। যদিও জুতা বিচারক পর্যন্ত পৌঁছায়নি।

‘মোটরসাইকেল চুরির মামলার আসামি মেহেদী উচ্ছৃঙ্খল ছেলে। তার নামে একাধিক মামলা রয়েছে। আদালতের প্রতি অসম্মান প্রদর্শন করে বড় ধরনের অপরাধ করেছেন তিনি।”

টুলু আরো বলেন, ‘জেলা আইনজীবিত সমিতির পক্ষ থেকে এমন জঘন‌্য ঘটনার নিন্দা জানাচ্ছি। সেই সাথে আগামীকাল বুধবার জেলা আওয়ামী আইনজীবি সমিতি এ ঘটনার নিন্দা ও আসামি মেহেদী বাবুর বিরুদ্ধে যথাযথ আইনানুগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে জরুরী সভা আহ্বান করা হয়েছে।’ ঠাকুরগাঁও/তানভীর হাসান/সনি