সারা বাংলা

টেকনাফ-সেন্টমার্টিন চলাচলকারী জাহাজকে জরিমানা

টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে চলাচলকারী পর্যটকবাহী জাহাজ ‘আটলান্টিক ক্রুজ’কে পযটক হয়রানির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে টেকনাফ উপজেলার নৌবন্দরে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। 

অভিযুক্ত পযটকবাহী জাহাজটির ইঞ্চিন নষ্ট হয়ে পড়ার পরও জাহাজ কর্তৃপক্ষ টিকেট বিক্রয় করে পযটকদের হয়রানি করার অভিযোগে টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবুল মনসুরের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করে। এ সময় নৌ-পুলিশের (ওসি) মো. আব্দুল্রাহ, নৌবন্দরের ট্রাফিক কর্মকর্তা জহির উদ্দিন ভূইয়া, অপারেটর মো. জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন। 

সহকারী কমিশনার (ভূমি) আবুল মনসুর জানান, যাত্রী হয়রানি করায় এই জরিমানা আদায় করা হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, এ নৌপথে চলাচলকারী জাহাজগুলো ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের বিষয়টি প্রতিদিন তদারকি করা হচ্ছে। কোনো জাহাজ কর্তৃপক্ষ আদেশ অম্যান্য করলে সঙ্গে সঙ্গে আইনগত ব্যবস্থা নেয়া হবে। কক্সবাজার/সুজাউদ্দিন রুবেল/বকুল