সারা বাংলা

মধ্যরাতে ঘুম থেকে ডেকে চা-শ্রমিকদের কম্বল দিলেন ইউএনও

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার অহিদাবাদ এবং বাহাদুরপুর চা-বাগানের শ্রমিকরা তখন ঘুমের মধ্যে। রাতও তখন গভীর। প্রচণ্ড শীতের মধ্যেও তাদের বাড়িতে হাজির হন ইউএনও। এরপর ঘুম থেকে ডেকে ডেকে তাদের হাতে তুলে দেওয়া হয় কম্বল।

বুধবার (১৮ ডিসেম্বর) রাত ১২টার পর এভাবেই প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে প্রাপ্ত কম্বল নিয়ে দরিদ্র চা-শ্রমিকদের বাড়ি বাড়ি গিয়ে তা পৌঁছে দেন মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরান।

এসময় তিনি উপজেলার এই দুইটি চা-বাগানের ১৬০ জন চা শ্রমিক পরিবারের সদস্যদের হাতে কম্বল তুলে দেন।

ইউএনওর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খান, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার শাখাওয়াত হোসেন ও উত্তর শাহবাজপুর ইউপির চেয়ারম্যান আহমেদ জুবায়ের লিটন, দক্ষিন শাহবাজপুর ইউপির চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন প্রমুখ।  

মৌলভীবাজার/সাইফুল্লাহ হাসান/নাসিম