সারা বাংলা

চুয়াডাঙ্গায় তাপমাত্রা কমে ১০.৪ ডিগ্রি সেলসিয়াস

কয়েক দিন ধরে সারা দেশের মতো চুয়াডাঙ্গা জেলায় মৃদ থেকে মাঝারি শৈত্যপ্রবাহ চলছে। এতে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে।

শনিবার সারা দিন জেলার কোথাও সূর্যের দেখা মেলেনি। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ঘন কুয়াশায় ঢাকা রয়েছে গোটা জেলা। খেটে খাওয়া কর্মজীবী মানুষ শীতের কারণে কর্মহীন হয়ে পড়ছে। প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বের হচ্ছে না। রাস্তাঘাট একেবারেই ফাঁকা।

কৃষি বিভাগ জানিয়েছে, ঘন কুয়াশার কারণে ধানের বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। কুয়াশায় সূর্যের দেখা মিলছে না।

এলাকার মোড়ে মোড়ে মানুষ শীত থেকে বাঁচতে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত পর্যবেক্ষক সামাদুল হক জানান, দু’-এক দিনে তাপমাত্রা আরো নামতে পারে। চুয়াডাঙ্গা/এম এ মামুন/বকুল