সারা বাংলা

পটুয়াখালীতে অর্ধ কোটি টাকা পেল ৬৬১ দরিদ্র

পটুয়াখালীতে প্রান্তিক জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় ৬১১ জন নারী সদস্যদের মাঝে আর্থিক সহায়তা বাবদ অনুদান চেক প্রদান করা হয়েছে।

পটুয়াখালী পৌরসভার উদ্যোগে বৃহস্পতিবার পটুয়াখালী শিশু একাডেমি ভবনে বরিশাল বিভাগীয় কমিশনার মোহম্মদ ইয়ামিন চৌধুরী প্রতীকী এ চেক প্রদান করেন।

এ সময় দারিদ্র জনগোষ্ঠির নারী-শিশু ও শিক্ষার্থী মধ্য বিভিন্ন শ্রেণিতে ভাগ করে ৪৮ লক্ষ ৭ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। এরমধ্য ২৪৫ জনকে ব্যবসায়ী অনুদান, ১১৮ জনকে শিক্ষানবিস অনুদান, ৪৮ জনকে বাল্যবিবাহ রোধ, এবং ২শ জনকে পুষ্ঠি সহায়তা অনুদান প্রদান করা হয়েছে।  

উক্ত চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. হেমায়েত উদ্দিন, পটুয়াখালী প্রেসক্লাবের আহবায়ক স্বপন ব্যানার্জী, পটুয়াখালী প্রেসক্লাবের সদস্য সচিব সাংবাদিক কাজল বরন দাস। এছাড়াও পটুয়াখালী পৌরসভার টাউন প্লানার ফারজানা ইয়াসমিন ও বস্তি উন্নয়ন কর্মকর্তা ভবানী শংকর সিংহ এবং পৌর এলাকার কাউন্সিলর বৃন্দরা।  

পটুয়াখালী/বিলাস দাস/নাসিম