সারা বাংলা

পাখি শিকারিকে ১৫ দিনের কারাদণ্ড

সুনামগঞ্জের জগন্নাথপুরে অতিথি পাখি বিক্রি করায় ছানু মিয়া (৩০) নামের এক শিকারিকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার সকালে জগন্নাথপুর পৌর পয়েন্ট থেকে ১৫ অতিথি পাখিসহ তাকে গ্রেপ্তার করা হয়।

দণ্ডপ্রাপ্ত ছানু মিয়া পৌরশহরের শেরপুর গ্রামের মৃত ছানাই মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, অবৈধভাবে ১৫ অতিথি পাখি শিকার করে ছানু মিয়া জগন্নাথপুর পৌরশহরে বিক্রি করতে গেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা খবর পেয়ে পাখিসহ তাকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসেন। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচার অনুযায়ী তাকে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়।

জগন্নাথপুর থানার এসআই মনিরুজ্জামান জানান, দন্ডপ্রাপ্ত ছানু মিয়াকে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মাহফুজুল আলম মাসুম জানান, অতিথি পাখি ধরা ও বিক্রি করা অন‌্যায়।  পাখিগুলো উপজেলা পরিষদ পুকুরে ছেড়ে দেওয়া হয়েছে। সুনামগঞ্জ/আল আমিন/বুলাকী