সারা বাংলা

সাভারে ৩ বেকারিকে ৯ লাখ টাকা জরিমানা

সাভারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের দায়ে তিনটি বেকারিকে নয় লাখ টাকা জরিমানা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার হেমায়েতপুরে চালানো অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিছুর রহমান। অভিযানে জরিমানার পাশাপাশি নোংরা পরিবেশে বানানো ১০ লাখ টাকা মূল্যের খাদ্যদ্রব্য ধ্বংস করা হয়।

সন্ধ্যায় র‌্যাব-৪ এর সিপিসি-২ এর অধিনায়ক মেজর শিবলী মোস্তাফার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, দীর্ঘ দিন ধরে হেমায়েতপুর এলাকার তিনটি বেকারি বিএসটিআই’র অনুমোদন ছাড়া এবং অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে কেক, বিস্কুট, রুটিসহ বিভিন্ন খাদ্যদ্রব্য বানিয়ে বিক্রি করে আসছিল। আজ ওই বেকারিগুলোতে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় সিদ্দিক ডেইরি ফুডকে আড়াই লাখ টাকা, হাইকো বেকারিকে সাড়ে তিন লাখ টাকা এবং জিলানী বেকারিকে তিন লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিছুর রহমান। সাভার/সাব্বির/বকুল