সারা বাংলা

পঞ্চগড় এক্সপ্রেস: সান্তাহারে যাত্রাবিরতির সিদ্ধান্ত

পঞ্চগড়-ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস সান্তাহারে যাত্রাবিরতির সিদ্ধান্ত হয়েছে। শুধু সান্তাহার নয় প্রয়োজনে আরোও একটি স্টেশনে যাত্রাবিরতি করতে পারে।

সোমবার রেলওয়ে পশ্চিমাঞ্চল রাজশাহীর মহাব্যবস্থাপক খোন্দকার শহীদুল ইসলাম এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, আগামী ১০ জানুয়ারি থেকে সান্তাহার স্টেশনে যাত্রাবিরতি করবে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী ৭৯৪ ডাউন পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ১০ জানুয়ারি শুক্রবার বিকেল ৫টা ৫মিনিটে সান্তাহার স্টেশনে এসে দাঁড়াবে এবং ৫টা ১০মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। সান্তাহারের জন্য ট্রেনটির আসন সংখ্যা রাখা হয়েছে ৮টি এসি সিট, শোভন চেয়ার ১৫টি, সাধারণ চেয়ার ১১৮টি মিলে সর্বমোট ১৪১টি। ট্রেনটি পঞ্চগড় থেকে যাত্রা শুরু করে ঠাকুরগাঁও রোড রেলস্টেশন, পীরগঞ্জ, দিনাজপুর, ও সান্তাহার স্টেশনে যাত্রাবিরতি করবে।

এছাড়া ১০ জানুয়ারি থেকে পঞ্চগড় এক্সপ্রেসের নতুন সূচি অনুযায়ী পঞ্চগড় থেকে ট্রেনটি ছেড়ে আসবে দুপুর ১২:৩০ মিনিটে ও ঢাকা পৌঁছাবে রাত ০৯:৫৫ মিনিটে এবং ঢাকা থেকে ছাড়বে রাত ১০:৪৫ মিনিটে ও পঞ্চগড় পৌঁছাবে সকাল ০৮:৫০ মিনিটে।

এসব তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেছেন সান্তাহার স্টেশনের স্টেশন মাস্টার রেজাউল করিম ডালিম। বগুড়া/আখতারুজ্জামান/সাইফ