সারা বাংলা

মোংলায় ভারতীয় কোস্ট গার্ডের দু’টি জাহাজ

আইসিজিএস সুজয় ও আইসিজিএস সরোজিনী নাইডু নামের ভারতীয় কোস্ট গার্ড বাহিনীর দু’টি জাহাজ এখন মোংলায়।

আঞ্চলিক সহযোগীতা বৃদ্ধি, পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, প্রশিক্ষণ বিনিময় ও উভয় দেশের মধ্যে সৌহার্দ্য এবং ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বৃদ্ধিতে জাহাজ দু’টি সোমবার চার দিনের শুভেচ্ছা সফরে এদেশে এসেছে।

মোংলা বন্দরের জেটিতে জাহাজ দু’টি ভেড়ানোর সাথে সাথে বাংলাদেশ কোস্ট গার্ডের বাদক দল ব্যান্ড বাজিয়ে স্বাগত জানান। শুভেচ্ছা সফরে আসা ওই জাহাজ দু’টির অধিনায়ক, বাংলাদেশ কোস্ট গার্ডের পশ্চিম জোনের জোনাল কমান্ডার, মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ও খুলনা নেভাল এরিয়ার কমান্ডারের সাথে সৌজন্য সাক্ষাত করেন।

সফরকালে ভারতীয় কোস্ট গার্ড’র জাহাজে বাংলাদেশ কোস্ট গার্ড সদস্যদের পেশাগত বিষয়ে প্রশিক্ষণ হবে। সফরকালীন সময়ে ভারতের কোস্ট গার্ড’র জাহাজের কর্মকর্তা ও নাবিকেরা সুন্দরবন ভ্রমণ, খুলনা শিপ ইয়ার্ড, খুলনা ও বাগেরহাটের ঐতিহাসিক স্থান পরিদর্শন করবেন।

দু’দেশের কোস্ট গার্ডের মধ্যে প্রীতি ভলিবল প্রতিযোগীতাও অনুষ্ঠিত হবে।

এ সফরকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ পুলিশ, বিজিবি ও র‌্যাব সদস্যরা জাহাজ দু’টি পরিদর্শন করবেন বলে জানা গেছে।

 

বাগেরহাট/ আলী আকবর টুটুল/টিপু