সারা বাংলা

ধান সংগ্রহে অনিয়ম, উপ খাদ্য পরিদর্শকের জেল

বরগুনার আমতলী উপজেলায় সরকারিভাবে আমন ধান সংগ্রহে অনিয়মের অভিযোগে উপজেলা খাদ্য গুদামের উপ খাদ্য পরিদর্শককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা পারভীনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এই দণ্ড দেন।

উপ খাদ্য পরিদর্শক অঞ্জন কুমার ডাকুয়াকে ১০ দিনের কারাদণ্ডের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা এবং অবৈধভাবে সংগৃহীত ১৯৫ বস্তা ধান জব্দ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা পারভীন বলেন, নির্ধারিত কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নিয়ম থাকলেও খাদ্য গুদামের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে নিম্নমানের ধান এনে গোডাউনে মজুদ করা হয়। আমতলী গোডাউনে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়।

তিনি জানান, এ ঘটনায় আমতলী উপজেলা খাদ্য পরিদর্শক রবীন্দ্রনাথের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করা হবে। রুদ্র রুহান/বকুল