সারা বাংলা

চলে গেলেন ভাষাসৈনিক আহমেদ আলী

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা অ‌্যাডভোকেট আহমেদ আলী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার দিবাগত রাতে রাজধানীর অ‌্যাপোলো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

আহমেদ আলী তৎকালীন কুমিল্লা জেলার ব্রাহ্মণবাড়িয়া মহকুমার নবীনগরের কাজলিয়া গ্রামে এক সাধারণ কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন।

প্রবীণ এ আইনজীবী বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। মহান মুক্তিযুদ্ধে তিনি ছিলেন সংগঠকের ভূমিকায়। ওই সময়ে পূর্বাঞ্চলের যুব শিবিরে চেয়ারম্যান ছিলেন তিনি। ১৯৭১ সালের ৮ ডিসেম্বর কুমিল্লায় প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন আহমেদ আলী। মুক্ত কুমিল্লার প্রথম প্রশাসকও ছিলেন তিনি।

আহমেদ আলী একাধারে ভাষাসৈনিক, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ বারকাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান, এ ছাড়া কুমিল্লা জেলা বার কাউন্সিলের প্রথম নির্বাচিত চেয়ারম্যান। তিনি একজন বিশিষ্ট লেখকও ছিলেন।

কুমিল্লা টাউন হল মাঠে আজ বিকেলে দ্বিতীয় জানাজা শেষে চিরবিদায় জানানো হবে তাকে। এর আগে তার গ্রামের বাড়ি কাজলিয়াতে অনুষ্ঠিত হয় প্রথম জানাজা।

 

কুমিল্লা/ইমরুল/ইভা