সারা বাংলা

কায়সারের মৃত্যুদণ্ড বহাল থাকায় মিষ্টি বিতরণ

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত‌্যুদণ্ডপ্রাপ্ত সাবেক কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মো. কায়সারের দণ্ড সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বহাল থাকায় হবিগঞ্জের বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার এ রায় বহাল রাখার ঘোষণা আসার পর হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্ত্বরে মিষ্টি বিতরণ ও উল্লাস করা হয়।

পরে জেলা ও উপজেলা শহরে সাধারণ মানুষ ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা মিষ্টি বিতরণ ও উল্লাস করেন। তারা দ্রুত সৈয়দ কায়সারের ফাঁসি কার্যকরের দাবিতে নানা স্লোগান শুধু দেন।

সৈয়দ কায়সারের বিরুদ্ধে সাক্ষ‌্য দেয়া মাধবপুর উপজেলার বেলঘর গ্রামের বাসিন্দা আতাব মিয়ার মেয়ে মুক্তিযোদ্ধা মাজেদা বেগম বলেন, রায় শুনে শান্তি পেলাম। রায় দ্রুত কার্যকর করার দাবি জানাই।

হবিগঞ্জের নোয়াপাড়ার বাসিন্দা ও সায়হাম টেক্সটাইল মিলের অন্যতম কর্ণধার হুসেইন মুহম্মদ এরশাদ সরকারের আমলের কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মো. কায়সার ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধ চলাকালে হবিগঞ্জের বিভিন্ন এলাকাসহ পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়ার অনেক এলাকায় পাকিস্তানি বাহিনীর সহায়তায় গড়ে তুলেছিলেন ‘কায়সার বাহিনী’। অসংখ্য নারীর সম্ভ্রমহানি, খুন, ধর্ষণ ও লুটপাট ছিল কায়সার ও তার বাহিনীর নিত্যনৈমিত্তিক ঘটনা।

 

হবিগঞ্জ/মো. মামুন চৌধুরী/রফিক