সারা বাংলা

আখেরি মোনাজাত শুরু

টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত চলছে।

রোববার বেলা ১১টা ৪৯ মিনিটে আখেরি মোনাজাত শুরু হয়।

মোনাজাত পরিচালনা করছেন মাওলানা জমশেদ। এতে অংশ নিচ্ছেন লাখো মুসল্লি।

দ্বিতীয় পর্বের এই ইজতেমায় মাওলানা সা’দ এর অনুসারি দেশি-বিদেশি কয়েক লাখ মুসল্লি অংশ নিচ্ছেন।

বাদ ফজর ভারতের মাওলানা ইকবাল হাফিজের আম বয়নের মধ্য দিয়ে শুরু হয়েছে শেষ দিনের কার্যক্রম। তার বয়ান বাংলায় তরজমা করছেন বাংলাদেশের মাওলানা ওয়াসিফুল ইসলাম।

আখেরি মোনাজাতের আগে সমবেত মুসল্লিদের উদ্দেশ্য হেদায়েতি বয়ান দেয়া হয়। সকাল সাড়ে ৯টার দিকে ভারতের মাওলানা জমশেদ হেদায়েতি বয়ান শুরু করেন। তার বয়ান বাংলায় তরজমা করেন বাংলাদেশের আশরাফ আলী।

মোনাজাতে অংশ নিতে রোবাবার ভোর থেকে লাখো মুসল্লি টঙ্গীর ইজতেমা ময়দানে আসেন। মুসল্লিদের আগমনে টঙ্গী শহর, ইজতেমাস্থল ও এর আশপাশ এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

এছাড়া বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে রোববার সকাল পর্যন্ত বিশ্বের ৫৫টি দেশের ২ হাজার ৪১০ জন বিদেশি মুসল্লি অংশ নিচ্ছেন বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো: মনজুর রহমান।

আখেরি মোনাজাতে মুসল্লিরা দেশ, জাতি ও মানবতার জন্য দোয়া করছেন। বিশ্বশান্তি ও কল্যাণ চেয়ে মহান আল্লাহর দরবারে আকুতি জানাচ্ছেন। জানাচ্ছেন পাপ থেকে মুক্তির মিনতি।

মুসল্লিরা জানিয়েছেন, ইজতেমার শিক্ষা তারা ছড়িয়ে দেবেন। ব্যক্তি ও সমাজজীবনে তা কাজে লাগাবেন।

আখেরি মোনাজাত উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে। হাসমত/বুলাকী